কিভাবে সেবা দেয়া হয় ( সেবার কার্যক্রম) |
|||||
কঃনং |
সেবার নাম |
সেবা গ্রহণকারী |
সেবা প্রদানের পদ্ধতি |
কার্যনিষ্পতির সর্বোচ্চ সময় |
সেবা প্রদান কর্তৃপক্ষ |
০১ |
অবকাঠামো উন্নয়ন |
পূর্ব নির্ধারিত উপজেলা ও ইউনিয়ন |
উপজেলা, ইউনিয়ন সমূহের মৌলিক অবকাঠামো ( যেমন উপজেলা পরিষদ ভবন নির্মাণ ও সংস্কার, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ ও সংস্কার, বিভিন্ন হাট বাজার উন্নয়ন গ্রোথ সেন্টার নির্মাণ সুপেয় পানীয় জলের ব্যবন্থা, স্বাস্থ সম্মত স্যানিটেশনসহ আর্থ সামাজিক উন্নয়ন) উন্নয়ন সহায়তা দিচ্ছে। |
নির্ধারিত সময় অনুযায়ী |
উপজেলা প্রকৌশলী |
০২ |
অন্য কোন মন্ত্রণালয়/ বিভাগ/ দপ্তরের ডিপোজিট ওয়ার্ক বাস্তবায়ন (প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক বিদ্যালয় সমূহ নির্মাণ, পূনঃ নির্মাণ ও সংস্কার) |
অন্য কোন মমত্রণালয় বা বিভাগ বা দপ্তর বা স্বায়ত্বশাসিত সংস্থা। |
অন্য কোন মন্ত্রণালয়,সরকারী, আধা-সরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে সমঝোতা চুক্তি অনুযায়ী কাঠামোগত বা স্থাপত্য নকসা প্রণয়ন, ক্রয় কার্যসহ প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে। |
চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় |
প্রধান প্রকৌশলী এলজিইডি, সদও দপ্তর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা কর্তৃক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। |
০৩ (ক) |
বিজ্ঞাপণ বা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ |
ঠিকাদার/ সরবরাহকারী/ পরামর্শক/ আগ্রহী দরপত্রদাতা প্রতিষ্ঠান |
পিপিআর-৮ এর বিধি অনুযায়ী দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। |
পিপিআর- ২০০৮ অনুযায়ী |
সংশ্লিষ্ট ক্রয়কারী |
(খ) |
প্রাক-দরপত্র সভা আহবান |
ঐ |
দরপত্রদাতাগণের দরপত্র দলিল বা দরপত্র সংশিালষ্ট কোন প্রশ্ন বা ব্যাখা প্রদানের লক্ষে প্রাক-দরপত্র সভা আহবান করা হয়ে থাকে। উক্ত সভার কার্য বিবরণী দরপত্র ক্রয়কারী সকল দরপত্রদাতাদের নিকট প্রদান করা হয়ে থাকে। |
পিপিআর- ২০০৮ অনুযায়ী |
ঐ |
(গ) |
যোগতাসম্পন্ন সরবরাহকারী বা ঠিকাদারদের তালিকা সংরক্ষ ও হালনাগাদ করণ |
ঐ |
ডবশেষ ক্ত্রে সিমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কোন ক্রয়কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রয়কারী যোগ্যতা সম্পন্ন সরবরাহকারী বা ঠিকাদারদেও তালিকা সংরক্ষণ (Enlistment ) করে থাকেন এবং দরদাতাদের যোগ্যতা বৎসর ভিত্তিক পূন বিবেচনার মাধ্যমে হাল নাগাদ করা হয়ে থাকে। |
পিপিআর- ২০০৮ অনুযায়ী |
ঐ |
(ঘ) |
দরপত্র সংক্রামত অভিযোগ দাখিল ও নিষ্পত্তি করণ |
ঐ |
ডপপিআর-২০০৮ এর বিধি মোতাবেক অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তি করা হয়। |
২ মাস |
ঐ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS