আমি যে জাতির মধ্যে জন্ম গ্রহন করেছি, আমি যে সমাজের মধ্যে জন্ম গ্রহন করেছি; সেই জাতি ও সমাজ থেকে আমি শিক্ষা গ্রহনের যে বিশেষ সুবিধা পেয়েছি । সেই জাতি ও সমাজের নামে যে শিক্ষা, চাকরি ও অন্যান্য ক্ষেত্রে সুবিধা আছে, সেই সুবিধা গ্রহন করে আমি শিক্ষিত হয়েছি । আমি চাকরি পেয়েছি । চাকরির প্রমোশন পেয়েছি । যে জাতি ও সমাজের সব সুবিধা গ্রহন করে আমি সব দিক দিয়ে প্রতিপত্তিশালী হতে পেরেছি । আমার মান-সম্মান বৃদ্ধি হয়েছে । -এই সব কথা যে স্বীকার করে তাকে committed বলে । এটাই হচ্ছে সামাজিক দায়িত্ব বোধ । আর এই সামাজিক দায়িত্ব বোধের শ্রেয় কাকে দেওয়া দরকার ? এই শ্রেয়ের অধিকারী সেই সব মহামানব যাঁরা আমাদের জন্য এই সুবিধাগুলো এনে দিয়েছেন । পশু থেকে আমাদের মানুষের স্তরে তুলে দিয়েছেন । যে মহামানবরা নিজের জীবনকে বাজি রেখে সংগ্রাম করে আমাদের এই সুবিধা এনে দিয়েছন । সেই সব মহামানবরা হচ্ছেন- মহামানব গৌতম বুদ্ধ, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, বাবা সাহেব ডঃ বি. আর. আম্বেদকর ও অন্যান্য মহামনবরা । আর এদেঁর এই অবদানের কথা যারা মাথা পেতে স্বীকার করে তারা committed কর্মকর্তা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস